মার্কেটিং এর খরচ দিন দিন বেড়েই চলছে। অনেকের অভিযোগ অনলাইন মার্কেটিং করে নাকি আগের মত ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না। মার্কেটিং করে ভালো ফলাফল পেতে চোখ কান খোলা রেখে আধুনিক প্রযুক্তি গুলা নিয়ে কাজ শুরু করা উচিত। ফেসবুকে অনেক ফেইক একাউন্ট থাকে, অনেকে নিয়মিত ফেসবুকে আসে না, ফেসবুকে অনেক বেশি বিজ্ঞাপন হওয়ায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করা আগের চেয়ে অনেক অনেক বেশি কঠিন। তাই অনেকে মেসেজ করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছে। কিন্তু মোবাইল মেসেজে পণ্যের ছবি, ভিডিও দেয়া যায় না বলে অনেক ক্ষেত্রে প্রচারণা কষ্ট সাধ্য হয়ে যায়। আর মোবাইল মেসেজ কিনতে হয় টাকা দিয়ে। হোয়াটসঅ্যাপ বাল্ক মেসেজ Easy Sender টুলস / সফটওয়্যার দিয়ে বিনামূল্যে একসাথে অনেক গ্রাহকের কাছে ছবি ভিডিও যুক্ত করে মেসেজ পাঠাতে পারবেন। শুধু মাত্র বাল্ক মেসেজ সেন্ডিং টুলটি আপনাকে একবার ক্রয় করতে হবে।